Freezer, Refrigerator

ফ্রিজ কিনুন দেখে, শুনে এবং বুঝে

পবিত্র ঈদুল আজহার খুব বেশি দেরি নেই। এ সময় অনেকেই নতুন রেফ্রিজারেটর বা ফ্রিজ কিনতে চান। এখন হয়তো চলছে পরিকল্পনা— কোন ফ্রিজ এবং কেমন ফ্রিজ কেনা যায়। তাই ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা দরকার।
রেফ্রিজারেটর কেনার আগে এর আকার, ডিজাইন, স্থায়িত্ব ক্ষমতা, প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হবে। নির্ধারিত বাজেটের মধ্যে হলে তো ভালো, অন্যথায় বাজেট একটু বাড়িয়ে হলেও এসব জিনিসে প্রাধান্য দিয়ে পছন্দের ফ্রিজ ঘরে আনাই হবে সঠিক সিদ্ধান্ত।

ফ্রিজ কেনার আগে যা জানা প্রয়োজন

মডেল ও আকার

কোন মডেলের ফ্রিজ কিনবেন, সেটা আগেই ঠিক করে নিতে হবে। সেই সঙ্গে দেখে নিতে হবে ফ্রিজের আকার। অনেক সময় বাইরে থেকে বড় দেখা গেলেও ফ্রিজের ভেতরে কতটুকু জায়গা রয়েছে, তা বোঝা যায় না। এ জন্য আধুনিক প্রযুক্তির ‘নন ফ্রস্ট’ বা বরফ জমে না এমন রেফ্রিজারেটর কেনাই ভালো। বর্তমানে ডাবলডোর ফ্রিজের চাহিদা খুব বেশি। এতে স্টোরেজ বা ধারণক্ষমতা অনেক বেশি পাওয়া যায়।

মডেল ও আকার

দেখে নিতে হবে কম্প্রেসর

ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কম্প্রেসর। এটি যত উন্নত মানের হবে, ফ্রিজ তত তাড়াতাড়ি শীতল হবে। অত্যাধুনিক ইনভার্টার কম্প্রেসর রয়েছে, এমন মডেলের ফ্রিজ কেনাই ভালো। এতে বাসার বিদ্যুৎ সাশ্রয় হওয়ার পাশাপাশি ভোল্টেজের ওঠানামা থাকলেও ফ্রিজের ভেতরটা ঠিকঠাক শীতল হয়।

দেখে নিতে হবে কম্প্রেশর

বিদ্যুৎ-সাশ্রয়ী কি না

যতটা সম্ভব জ্বালানিসাশ্রয়ী ফ্রিজ কেনা উচিত। নতুন কেনা ফ্রিজটি যদি জ্বালানিসাশ্রয়ী হয়, তাহলে প্রতি মাসে বিদ্যুৎ বিল কমে আসবে। কীভাবে বুঝবেন ফ্রিজটি জ্বালানিসাশ্রয়ী কি না? ফ্রিজের গায়ে ‘স্টার’ চিহ্ন দিয়ে এর জ্বালানি
সাশ্রয়ের ক্ষমতা বোঝানো হয়। কেনার সময় ফোর স্টার বা ফাইভ স্টারের রেফ্রিজারেটর কেনা উচিত।

বিদ্যুৎ সাশ্রয়ী কিনা

খাবার সজীব ও সতেজ রাখতে

একটা সময় শুধু ফ্রিজে খাবার সংরক্ষণকেই প্রাধান্য দেওয়া হতো। এখন খাবারের সজীবতা রক্ষাকেও গুরুত্বপূর্ণ ভাবা হয়। তাই ফ্রিজ কেনার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রাধান্য দিতে হবে।
খাবারের আর্দ্রতা ও সজীবতা দীর্ঘদিন ধরে রাখতে ‘নন ফ্রস্ট ফ্রিজ সবচেয়ে কার্যকর। সবজির সজীবতা রক্ষার জন্য ফ্রিজের ভেজিটেবল বক্সে সঠিক আর্দ্রতার দিকেও প্রাধান্য দিতে হবে।

খাবার সজীব ও সতেজ রাখতে

নিশ্চয়তা দেখে নিন

ফ্রিজ কেনার আগে ওয়ারেন্টি বা নিশ্চয়তা দেখে কেনা গুরুত্বপূর্ণ কাজ। যতটুকু সম্ভব দীর্ঘ মেয়াদের ওয়ারেন্টি নেওয়া ভালো। বাজারে বিভিন্ন ধরনের ফ্রিজের কম্প্রেসরের ওপর ৫, ৮ ও ১০ বছর মেয়াদি ওয়ারেন্টি রয়েছে।
হেলথ কেয়ার টেকনোলজি এখনকার প্রায় সব ব্র্যান্ডের ফ্রিজে যুক্ত থাকে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি। এই ছোট্ট জিনিস ফ্রিজে সংরক্ষণ করা খাবার স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। ন্যানো হেলথ টেকনোলজিযুক্ত হলে সেটি ফ্রিজের গায়ে স্টিকার লাগানো থাকবে।

নিশ্চয়তা দেখে নিন

কিনতে পারেন স্মার্ট ফ্রিজ

বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফ্রিজ পাওয়া যায়। স্মার্ট ফ্রিজে অনেক ইনভার্টার প্রযুক্তি থাকে। দীর্ঘ সময়ের জন্য বাসার বাইরে গেলে এই ফ্রিজে এনার্জি সেভিং মুড চালু করে রাখতে পারেন। অনেক ফ্রিজে এখন অ্যান্টিব্যাকটেরিয়াল প্রযুক্তি থাকে।

কিনতে পারেন স্মার্ট ফ্রিজ

পরিশেষে বলতে পারি, আপনার পছন্দ আর বাজেট এর উপর ভিত্তি করে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। মিম ইলেক্ট্রনিক্স আপনার সেবায় নিয়োজিত ১৯৯৭ সাল থেকে।

Fridge or Refrigerator Showroom in Chittagong.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *