১. Pre-Treat: এটা ওয়াশিং মেশিনের ফাংশন না। ওয়াশিং মেশিনে বেশী ময়লা কাপড় দেয়ার আগে কাপড়কে কিছু ট্রিটমেন্ট দিতে হয়। যেমন শার্ট এর কলারে যদি বেশী ময়লা থাকে তবে মেশিনে দেয়ার আগে কলারে সাবান লাগিয়ে মেশিনে দিতে হয়। এছাড়া কাপড়ের অন্যান্য অংশে যদি কঠিন ময়লা থাকে সেখানে আলাদা করে সাবান লাগিয়ে দিতে হয়। এখানে খেয়াল রাখতে হবে পুরো কাপড় যেন না ভিজে। তাহলে কাপড়ের ওজন বেড়ে যাবে এবং ধুতে সময় লাগবে।
২. Pre-Wash: এটা ওয়াশিং মেশিনের ফাংশন। অতিরিক্ত ময়লা কাপড় মেশিনে দেয়ার পর কাপড়ের ধরন অনুযায়ী ফাংশন সিলেক্ট করার পূর্বে প্রাথমিক একটা ওয়াশ করাকে prewash বলে। কাপড় বেশী ময়লা থাকলে prewash করে নেয়া ভালো। এতে মেশিন যখন ফাইনাল ওয়াশ সাইকেলে যাবে তখন পরিস্কার সাবান পানি ব্যবহার করে কাপড় ধুবে। আপনার ওয়াশিং মেশিনের ড্রয়ারে PreWash এর সাবান দেয়ার জন্য আলাদা কম্পার্টমেন্ট আছে।